GP Minute Check Code
|

GP Minute Check Code 2024 | How To Check GP Minute Balance

আপনি কি GP Minute Check Code number খুঁজছেন? How to check gp minute balance এই প্রশ্ন এখনো অনেক গ্রামীনফোন সিম ব্যবহারকারীর। জিপি মিনিট চেক কোড ৫টি সংখ্যার সমন্বয়ে গঠিত হয়েছে। 

ফলে অনেকেই GP Minute Check করার Code মনে রাখতে পারেন না। এই নিবন্ধে আমরা কিভাবে খুব সহজে জিপি সিমের মিনিট ব্যালেন্স চেক করা যায় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 

Grameenphone Gp SIM minute check করার জন্য কোড নম্বর ব্যাবহার করতে হবে অথবা MyGP Apps থেকে জিপি সিমের মিনিট চেক করতে হবে। 

GrameenPhone GP Minute Check Code Number 2024 ( জিপি মিনিট চেক কোড নম্বর 2024 কত? ) 

How To Check GP Minute Balance
How To Check GP Minute Balance

Gp minute check code is *121*1*2#, To check your gp SIM minute balance dial *121*1*2#. If you have purchased minutes on GP SIM you will be informed about your remaining minutes balance via SMS.

অর্থাৎ জিপি মিনিট চেক কোড হচ্ছে *১২১*১*২#, তাই জিপিতে মিনিট দেখার জন্য কোড *121*1*2# ডায়াল করুন। 

মনে রাখবেন জিপিতে মিনিট ক্রয় করে থাকেলে ফিরতি SMS এর 

মাধ্যমে জিপি আপনাকে অবশিষ্ট মিনিট ব্যালেন্স সম্পর্কে জানাবে।

তবে আপনি যদি MyGp App ব্যাবহার করেন তবে অ্যাপ লগইন করে খুব সহজেই জিপি মিনিট দেখতে পারবেন। 

Also Read:

GP Internet Offer 30 Days

Robi Internet Offer 30 Days

Airtel Internet Offer 30 Days

How To Check GP Minute Balance? 

Grameenphone GP minute check code is *121*1*2#, তবে আপনি জিপি সিমের মিনিট চেক করার জন্য সরাসরি এই কোডটি ডায়াল না করে জিপির মিনিট দেখতে পারবেন। 

কিভাবে *১২১#  ডায়াল করে জিপি সিমের মিনিট ব্যালেন্স চেক করবেন এই পদ্ধতি দেখে নিন। 

Step 1: To check GP SIM Minute balance dial *121#, 

জিপি মোবাইল মেন্যু ওপেন হবে,

Step 2: Then select options 1, 

মেন্যু থেকে ১ নম্বর অপশন নির্বাচন করুন।

Step 2: Open A new menu and select 2nd options. 

১ নম্বর অপশন সিলেক্ট করলে আরও একটি নতুন মেন্যু ওপেন হবে সেই মেন্যু থেকে ২ নম্বর অপশন সিলেক্ট করলে জিপি মিনিট চেক করতে পারবেন।

If you have followed the above steps correctly then you will know your GP minute balance through SMS.

এছাড়াও আপনি চাইলে জিপি সিমে  মিনিট অফার ইন্টারনেট অফার কল রেট অফার এবং বান্ডেল অফার সহ সকল অফার গুলো ক্রয় করতে ব্যবহার করতে পারেন *121#  কোড। 

নিজ সিমে ক্রয় করা Gp Minute offer balance সম্পর্কে জানতে অনেকেই Google এ How To Check GP Minute Balance? লিখে সার্চ করেন। 

বাংলাদেশের সব থেকে বেশি গ্রাহক রয়েছে গ্রামীণফোনে। গ্রামীণফোন টেলিকমের সংক্ষিপ্ত নাম জিপি টেলিকম। 

তাই বেশিরভাগ গ্রামীনফোন গ্রাহক জিপি মিনিট চেক করার জন্য GP Minute Check Code number খুঁজে থাকেন। 

Above all, গ্রামীণফোন মিনিট চেক করার জন্য সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে মাই জিপি অ্যাপ ব্যবহার করা। 

For instance, লক্ষণীয় বিষয় হচ্ছে যে সকল গ্রাহকের কাছে স্মার্টফোন রয়েছে শুধুমাত্র সেই সকল গ্রাহকেই মাই জিপি অ্যাপ ব্যবহার করতে পারবেন। 

যেহেতু এখনও বাংলাদেশে অনেক Button mobile ব্যবহারকারী রয়েছেন তাদের অবশ্যই জিপি মিনিট চেক করার ইউ এস এসডি কোড ব্যবহার করতে হবে। 

Also Read:

Robi Minute Offer 30 Days List

Banglalink Minute Offer 30 Days List

Airtel Minute Offer 30 Days List

কিভাবে জিপি মিনিট চেক করতে হয়?

যদি আপনারা জানতে পেরেছেন জিপি মিনিট চেক করার ইউএসএসডি কোড হচ্ছে *১২১*১*২#।  এই কোডটি ডায়াল করলে আপনার কেনা জিপি মিনিট ব্যালেন্স এসএমএসের মাধ্যমে জানানো হবে। 

GP Minute balance check code number *121# ব্যাবহার করে আপনি মিনিট দেখতে পারবেন। 

স্টেপ ১ঃ আপনার মোবাইলের ডায়াল প্যাড ওপেন করুন, 

( অবশ্যই আপনি আপনার জিপি সিম মোবাইল রাখবেন। )

স্টেপ ২ঃ তারপর জিপি মিনিট ব্যালেন্স চেক কোড *১২১* ১*২# ডায়াল করুন, 

স্টেপ ৩ঃ জিপির পক্ষ থেকে এসএমএস এর মাধ্যমে আপনার মিনিট ব‍্যালেন্স জানানো হবে। 

FAQS – জিপি মিনিট চেক কোড কিভাবে ব্যাবহার করবেন? 

How to check Gp minute balance?

To check Gp minute balance dial code is *121*1*2#

জিপি মিনিট চেক কোড কত?

গ্রামীনফোন জিপি মিনিট চেক কোড হলো *১২১*১*২#

ALL GP Offer 2024

Offer NameLink
GP Internet offer 2024CLICK HERE
GP Minute offer 2024CLICK HERE
GP Call Rate offer 2024CLICK HERE
GP Bundle offer 2024CLICK HERE
ALL GP SIM Offer 2024

In conclusion,

আশা করি আপনারা GP minute check code number 2024 (জিপি মিনিট চেক কোড) সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। 

একাধিক পদ্ধতিতে জিপি সিম মিনিট চেক করার উপায় সম্পর্কে এই নিবন্ধে জানানো হয়েছে। 

গ্রামীনফোন বাংলাদেশের জনপ্রিয় একটি টেলিকম অপারেটর তাই গ্রামীণফোন সিম ব্যবহার করে থাকলে আপনি Grameenphone minute check code *121*1*2#  সব সময় মনে রাখবেন.

এই কথাটি মনে রাখবেন জিপি মিনিট দেখার কোড ডায়াল করলে এসএমএসের মাধ্যমে আপনার অবশিষ্ট মিনিট ব্যালেন্স জানানো হবে। 

জিপি সিমের যে কোন অফার কিনতে অফার২৪.XYZ ব্লগে Grameenphone ক্যাটেগরিতে থাকা পোস্ট গুলো চেক করুন অথবা গ্রামীণফোন অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *