Robi SIM Balance Check Code Number | রবি ব্যালেন্স চেক কোড
Are you searching Robi SIM Balance Check Code Number? Bangladesh popular telecom network রবি ব্যালেন্স চেক কোড নাম্বার সম্পর্কে জানতে ইচ্ছুক অনেকেই। প্রিয় পাঠক রবি সিমের মূল অ্যাকাউন্ট ব্যালেন্স চেক, রবি ইন্টারনেট ব্যালেন্স চেক এবং রবি মিনিট ব্যালেন্স চেক করার পদ্ধতি গুলো সম্পূর্ণ ভিন্ন ভিন্ন।
এই নিবন্ধে আমরা আপনাদের Robi SIM main account balance check (রবি অ্যাকাউন্ট ব্যালেন্স চেক) থেকে শুরু করে সকল প্রকার রবি সিমের অফার ব্যালেন্স চেক করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
কমদামে রবি সিম অফার গুলো ক্রয় করার জন্য অবশ্যই আপনাকে অফার২৪ সাইটের সাথে থাকতে হবে। এই সাইটে আমরা নিয়মিত রবি ইন্টারনেট অফার, Robi Minute offer and রবি কলরেট অফার সম্পর্কে বিস্তারিত জানিয়ে থাকি।
How To Check Robi SIM balance? Robi SIM Balance Check Code Number ( রবি সিম ব্যালেন্স চেক কোড )
বর্তমানে রবি মিনিট, ইন্টারনেট, কল রেট, এসএমএস ও কম্বো সহ অনেক ধরনের অফার প্রদান করে থাকে গ্রাহকদের।
Robi SIM balance check করার প্রক্রিয়াকে৪টি ভাগে বিভক্ত করা যায়, কেননা ভিন্ন ভিন্ন রবি অফার ক্রয় করার পরবর্তী আপনাকে ভিন্ন ভিন্ন কোড দিয়ে ঐ সকল রবি অফার গুলোর অবশিষ্ট ব্যালেন্স চেক করতে হবে।
এই নিবন্ধে আমরা Robi SIM Offer কেনার পর কিভাবে সেই রবি সিম অফার ব্যালেন্স চেক করবেন, সে সকল প্রক্রিয়া গুলি সম্পর্কে আলোচনা করবো-
জনপ্রিয় Robi SIM Balance check প্রক্রিয়া গুলি গুলি হচ্ছে –
- Robi Account Balance Check Code ( রবি একাউন্ট ব্যালেন্স চেক কোড )
- Robi Internet Balance Check Code ( রবি ইন্টারনেট ব্যালেন্স চেক কোড )
- Robi Minute Balance Check Code ( রবি মিনিট ব্যালেন্স চেক কোড )
- Robi SMS Balance Check Code ( রবি এসএমএস চেক কোড )
সারণী থেকে রবি সিমে কেনা অফারের ব্যালেন্স চেক কোড নাম্বার দেখে নিন
Robi Offer | USSD Code |
Robi SIM Balance Check Code | *222# |
Robi Internet Balance Check Code | *8444*88# OR *3# |
Robi Minute Check Code | *222*2# OR *222*8# |
Robi SMS Check Code | *222*10# |
প্রিয় পাঠক রবি ব্যালেন্স চেক কোড নম্বর সারণী স্ক্রিনশর্ট নিয়ে রাখুন কাজে আসবে।
Also Read:
Robi Account Balance Check Code Number ( রবি একাউন্ট ব্যালেন্স চেক কোড নম্বর )
আপনার রবি সিমে যদি কোন অফার ক্রয় করা না থাকে তাহলে অবশ্যই আপনাকে রবি সিমের মূল অ্যাকাউন্ট ব্যালেন্স ব্যবহার করে কথা বলতে হবে।
তবে এজন্য সর্বপ্রথম আপনাকে জানতে হবে আপনার সিমে বর্তমানে অ্যাকাউন্ট ব্যালেন্স কত টাকা আছে।
রবিতে ব্যালেন্স চেক করা খুবি সহজ। কেননা মাত্র ৩ সংখ্যার একটি ইউএসএসডি কোড ডায়াল করে আপনি আপনার রবি একাউন্ট ব্যালেন্স চেক করতে পারেন।
Robi main account balance check code is *222#. To check robi account balance dial *222#. If Robi are active, your robi sim balance display on your mobile screen.
রবি একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম কি? কিভাবে রবি সিমের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে হয় জানতে পেরেছেন।
অর্থাৎ রবি সিমের মূল একাউন্ট ব্যালেন্স দেখার জন্য রবি ব্যালেন্স চেক কোড *২২২# ডায়াল করতে হবে।
Robi Internet Balance Check Code Number ( রবি ইন্টারনেট ব্যালেন্স চেক কোড )
আপনি কি রবিতে নিয়মিত ইন্টারনেট অফার ব্যবহার করেন। সেরা দামে সেবার সেরা রবি ইন্টারনেট অফার ক্রয় করার জন্য Robi internet offer 30 days list সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
Robi internet offer ক্রয় করার পরবর্তী account এ কি পরিমান ইন্টারনেট ব্যালেন্স অবশিষ্ট রয়েছে এই সম্পর্কে জানা জরুরি।
কেননা বাংলাদেশের প্রতিটি টেলিকম অপারেটর তাদের গ্রাহকদের ইন্টারনেটের নির্দিষ্ট মেয়াদ দিয়ে থাকে।
তবে রবিতে সবথেকে জনপ্রিয় ইন্টারনেট অফার হচ্ছে ৩০ দিন মেয়াদ, তবে অনেক সময় অনেক রবি গ্রাহকের কম সময়ের জন্য ইন্টারনেট প্যাকেজ এর প্রয়োজন পড়ে।
Robi internet balance check code is *8444*88# or *3#. To check your robi sim remaining internet balance dial *8444*88#. Your internet offer display on your mobile screen, please select your net offer and check remaining balance.
অর্থাৎ রবি ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড হচ্ছে *৮৪৪৪*৮৮#। মনে রাখবেন, যদি আপনি একাধিক রবি ইন্টারনেট অফার ক্রয় করে থাকেন তবে রবি ইন্টারনেট চেক কোড *৮৪৪৪*৮৮# ডায়াল করার পর আপনার ক্রয় করা অফারটি নির্বাচন করলে ঐ অফারে কি পরিমান ইন্টারনেট ব্যালেন্স অবশিষ্ট রয়েছে তা দেখানো হবে।
মনে রাখবেন রবি রেগুলার ইন্টারনেট অফার ক্রয় করে থাকলে আপনাকে প্রথম কোডটি ব্যবহার করতে হবে এবং রবি বোনাস ইন্টারনেট অফার ব্যালেন্স চেক করার জন্য *৩# কোড ডায়াল করতে হবে।
Also Read:
Robi Minute Check Code Number ( রবি মিনিট চেক কোড নাম্বার )
Robi SIM Balance balance check code পোস্টের এই পর্যায়ে আপনাদের রবি মিনিট চেক কোড সম্পর্কে জানাবো।
রবি মিনিট ব্যালেন্স চেক করার কোড টি গ্রাহকের জন্য খুবই প্রয়োজনীয় একটি কোড, কেননা রবিতে সবথেকে বেশি ব্যবহৃত অফার হচ্ছে রবি মিনিট প্যাক।
একাধিক পদ্ধতিতে গ্রাহকরা Robi Minute Check করতে পারেন তবে রবি মিনিট ব্যালেন্স চেক করার সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে Robi Minute Check Code ব্যাবহার করে মিনিট দেখা।
তবে যে সকল Robi SIM users বাটন মোবাইল ব্যাবহার করেন তারা রবি মিনিট ব্যালেন্স চেক করতে *২২২*২# ডায়াল করতে হবে।
যে সকল Robi গ্রাহকদের কাছে Smartphone আছে তারা My Robi App থেকে রবি মিনিট চেক করতে পারবেন, এজন্য তাদের Robi Minute Check Code ব্যবহার করার প্রয়োজন হবে না।
তবে যদি আপনাদের কাছে বাটন মোবাইল থাকে তাহলে অবশ্যই রবিতে মিনিট চেক করার কোড *২২২*২# ডায়াল করে রবিতে মিনিট দেখতে হবে।
Also Read:
Banglalink Call Rate Offer 30 Days
Robi Bonus Minute check Code Number ( রবি বোনাস মিনিট চেক করার উপায় )
আপনি কি কখনো রবি মিনিট অফার ক্রয় করে বোনাস মিনিট পেয়েছেন?
বর্তমানে অনেক রবি মিনিট অফার ক্রয় করা হলে সেই সকল অফার গুলিতে রেগুলার মিনিট এবং বোনাস মিনিট হিসাবে মিনিট প্রদান করা হয়ে থাকে।
রবি মিনিট চেক কোড *222*2# ডায়াল করে রেগুলার মিনিট অফারের মিনিট চেক করা হয়, যেখানে অনেক সময় মিনিটের পরিমাণ কম বলে মনে হয়, এসব ক্ষেত্রে অবশ্যই আপনাকে রবি বোনাস মিনিট চেক কোড সম্পর্কে জানতে হবে।
কেননা বর্তমানে রেগুলার রবি মিনিট অফার সাথে রবি বোনাস মিনিট দিয়ে থাকে। রবি বোনাস মিনিট চেক কোড হচ্ছে *২২২*৮#।
So, the Robi Bonus Minute check code is *222*8#.
Also Read:
Banglalink Internet Offer 30 Days
Robi SMS Check Code Number ( রবি এসএমএস চেক কোড নাম্বার)
বর্তমানে অনেকেই রবিতে এসএমএস প্যাক ব্যবহার করে থাকেন। নির্দিষ্ট মেয়াদে এসএমএস প্যাক ক্রয় করার পর অবশিষ্ট এসএমএস ব্যালেন্স সম্পর্কে জানার জন্য রবি এসএমএস চেক কোড ডায়াল করতে হবে।
Robi SMS Check Code Number is *222*10#. তাই রবি এসএমএস চেক করার জন্য আপনার মোবাইলের ডায়ালপ্যাড ওপেন করে *২২২*১০# ডায়াল করুন।
Also Read:
FAQS – রবি সিম অফার ব্যালেন্স চেক কোড নাম্বার
To check Robi SIM balance dial *222#.
Robi internet balance check code is *8444*88# or *3#
Robi Minute Balance check code is *222*2# or *222*8#
To Check Robi bonus Minute Balance dial *222*8#.
To Check Robi SMS Balance dial *222*10#
In conclusion,
আমি মনে করি Robi SIM Balance Check Code Number সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
এই নিবন্ধে রবি সিম ব্যালেন্স চেক কোড নাম্বার কত এই সম্পর্কে পরিস্কার ধারনা দেয়া হয়েছে।
এখন থেকে Robi offer Balance Check Code ব্যাবহার নিয়ে আপনাদের দুশ্চিন্তা থাকবেনা বলে মনে করি।
All Robi SIM offer 2024 (রবি অফার)
Offer Name | Link |
Robi Internet offer 2024 | CLICK HERE |
Robi Minute offer 2024 | CLICK HERE |
Robi Bundle offer 2024 | CLICK HERE |
Robi SIM All Offer New update পেতে Robi Official ওয়েবসাইট ভিজিট করুন। এছাড়াও এই ব্লগে আমারা রবি সহ দেশের সকল সিম কোম্পানির অফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি।